Product Delivery & Return Policy – LastOfferBD

✅ ডেলিভারি নীতিমালা:

  • আমরা বাংলাদেশের যেকোনো স্থানে পণ্য সরবরাহ করে থাকি।

  • অর্ডার কনফার্ম করার পর সাধারণত ২-৫ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া হয়।

  • ডেলিভারির সময় ও খরচ আপনার লোকেশন ও পণ্যের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

  • অর্ডার কনফার্ম করার সময় সঠিক নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।


🔁 রিটার্ন ও রিফান্ড নীতিমালা:

আমরা চাই আপনি ১০০% সন্তুষ্ট থাকুন আমাদের পণ্যে। তবে যদি কোনোভাবে পণ্যে ত্রুটি থাকে, নিচের শর্তাবলীর ভিত্তিতে আপনি রিটার্ন করতে পারবেন:

📦 রিটার্ন করার শর্তাবলী:

  1. ত্রুটিপূর্ণ বা ভাঙা পণ্য পেলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।

  2. রিটার্ন করার জন্য পণ্যের সম্পূর্ণ আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক।

    • ভিডিওটি অবশ্যই একটানা, কাটছাঁট ছাড়া হতে হবে।

    • ভিডিওতে স্পষ্টভাবে দেখা যেতে হবে যে, প্যাকেট খোলার আগেই ভিডিওটি শুরু হয়েছে।

  3. পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অরিজিনাল প্যাকেট ও সকল অ্যাক্সেসরিস সহ ফেরত দিতে হবে।

  4. আমাদের টিম ভিডিও যাচাই করে যদি রিটার্ন গ্রহণযোগ্য মনে করে, তবে ৭ কার্যদিবসের মধ্যে রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড দেওয়া হবে।


❌ নিচের ক্ষেত্রে কোনো রিটার্ন গ্রহণযোগ্য হবে না:

  • যদি আনবক্সিং ভিডিও না থাকে।

  • কাস্টমারের কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে।

  • ব্যবহারের পর রিটার্ন করার চেষ্টা করা হলে।


📞 যোগাযোগের জন্য:
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
📱 ফোন: 01797468454
📧 ইমেইল: support@lastofferbd.com
🌐 ওয়েবসাইট: www.lastofferbd.com

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping